আমিই প্রকৃতি
-আসাদুজ্জামান জুয়েল
…………………………….

আকাশও এখন মনের মত রং বদলায়
এই মেঘ, এই বৃষ্টি, এই ঝড়ো হাওয়া
কখনো সখনো ওঠে রৌদ্রের ঝিলিক, ক্ষণস্থায়ী
আলোকিত হয় চারিধার, রৌদ্রের আলোকছটায়
মুহুর্তেই শোভা ঝড়ায় প্রকৃতি, অপরূপ লিলা
আমি চেয়ে চেয়ে দেখি প্রকৃতির খেলা
মাঝে মাঝে ভাবি, এতটা মিলে যায় কিভাবে?

আমারও মন ভারি হয়, যেন প্রকৃতির খেয়াল
মেঘে ঢাকা মনে হঠাৎ ঝড় ঝড় বৃষ্টির ঝড়া
পরক্ষণেই আলোর ঝলকানি, মুখে আনন্দের বলিরেখা
মাঝে মাঝে ঝড়ো হাওয়া ওলট পালট করে নিজেকে
ধ্বংসলীলার মাঝেও বসে বাজাই ভায়োলিনের করুন সুর
সুরের মুর্ছনায় হয় হৃদয়ে রক্তক্ষরণ, বুকে জমাট বাধে
ভারি বুক নিয়ে নিস্তেজ পড়ে থাকে দেহ, নিথর নিরবে।

কখনো হৃদয় হয় শুস্ক মরুভূমি, প্রখর রোদে পোড়া বন
ঝড়ো হাওয়ায় কনার মতো উড়ি দিকবিদিক, নিরুদ্দেশ যাত্রা
দাবানলে কখনো পুরতে থাকে, পড়ে থাকে বিরান ভূমি
কখনো প্রবণ ঢেউ হয়ে আছড়ে পড়ে, ঢলের জলে ডুবি
ঢেউয়ে ভাঙ্গে ফসলী হৃদয়, একরের পর একর নেয় গর্ভে
আমাকে ভেঙ্গে চুরে করে একাকার, নিঃশেষ হই মূহুর্তে
আবার গড়ে উঠি অন্য পাড়ে, নতুন করে গজাই তৃণ হয়ে।

প্রকৃতির সাথে এতটা কেন মিলে যায়, ভেবে কাটে বেলা
তবে কী আমিও প্রকৃতিরই অংশ, আমিই কী প্রকৃতি?
আমারও হৃদয় পোড়ে, আমারও হয় ধ্বংস লীলা
আমারও হয় নতুন জীবন, আমারও হয় সৃষ্টি
আমিও ঝড়ি বৃষ্টি হয়ে, আমি লন্ডভন্ড করি হয়ে ঝড়
আমিও হই শান্ত, আমিও পড়ি প্রেমে, আমিই ভাঙ্গি প্রেম
আমিই তবে প্রকৃতি, সবটাই যে মিলে যায় আমারাই সাথে।

শরীয়তপুর, ১৭ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here