ইচ্ছে ছিলো সাহেদ হবো
গড়বো টাকার পাহাড়
তিন বেলা গুড় দিয়ে
করবো আমি আহার!

ইচ্ছে ছিলো সাবরিনা হই
কাড়বো সবার নজর
ইশারাতেই সব হবে মোর
করবে না কেউ ওজর।

ইচ্ছে ছিলো সম্রাট হই
কিংবা রুপম ইনু
বলবো আমি নইগো ফকির
অঢেল মুদ্রা ছিনু।

ইচ্ছে ছিলো জিকে শামীম
হবো দেশের মাঝে
যে কাজেরই নাম ঘাটিবে
নাম পাবে সেই কাজে।

ইচ্ছে ছিলো পাপুল হবো
কিনবো টিকেট টাকায়
বাড়ি গাড়ি সম্পদ হবে
বিদেশে, নয় ঢাকায়।

ইচ্ছে ছিলো আমলা হবো
করবো কেনা কাটা
লক্ষ টাকায় বটি কিনবো
হাজার টাকায় ঝাটা।

ইচ্ছে ছিলো রাজনীতিক হই
কামাই অনেক অর্থ
সেকেন্ড হোমে থাকবো গিয়ে
কে করবে অনর্থ?

ইচ্ছে ছিলো সাধু সাজি
করতে ভন্ডামি
কামাই করবো বুঝবেনা কেউ
কত ভন্ড আমি!

বুদ্ধিজীবী হওয়ার ইচ্ছে
ছিলো অনেক দিনের
বুদ্ধি দিয়ে নেয়ার পরে
দেবোনা কিস্তি ঋণের।

কিছুই হওয়া হইলো নারে
অধম জুয়েল ভাবে
লসের পাল্লা হলো ভারি
সবাই থাকে লাভে!
যে হওয়াতে ধরা খাওয়ার
সুযোগ করে বিরাজ
এমন হওয়ার কথা বললে
সবাই হইও নারাজ।

শরীয়তপুর, ২৬ আগষ্ট ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here