একজন মানুষের খোঁজে
-আসাদুজ্জামান জুয়েল
………………………………..

আ‌মি একজন মানুষ খু‌ঁজে বেড়াই,
যা‌কে দে‌খে আ‌মি শিখ‌বো,
কিভা‌বে একজন মানু‌ষ হওয়া যায়।

জন্ম সৃ‌ষ্টি হয় প্রকৃ‌তির নিয়‌মে
এ‌কেক প্রজা‌তি একেক রূপে জা‌নি,
আ‌স্তে আ‌স্তে বড় হয়, স্বজা‌তির ভাষা রপ্ত ক‌রে,
ক‌রে আচার-আচরণ, রপ্ত ক‌রে কাজও।

ভিত‌রে মনুষত‌্য, মান‌বিকতা না থাক‌লে,
অবয়‌বে মি‌লে গে‌লেই কী মানুষ বলা যায়!
কুকুড়ও‌তো কখ‌নো সখনো মানবতা দেখায়,
বাদড়ও প্রশিক্ষ‌ণে সাই‌কে‌লে চ‌ড়ে,
ছাতা বগলদাবা ক‌রে শশুরবা‌ড়ি রওয়ানা দেয়!
প্রশিক্ষ‌ণে হা‌তিও ব‌সে চেয়া‌রে, খে‌লে ফুটবল!
আ‌মি কেন মানু‌ষের সহচার্য পে‌লে হব না মানুষ?

আ‌মি একজন মানুষ খু‌ঁজে বেড়াই,
যা‌কে দে‌খে শিখ‌বো মানু‌ষের কী কাজ।
যার পর‌শে আ‌মি অবয়‌বে নয়,
হব আস‌লেই প্রকৃত এক মানবিক মানুষ
যার শিক্ষায় আ‌মি হব শি‌ক্ষিত, জ্ঞাণী, ভন্ড নয়
যে আমার হৃদয় থে‌কে ঝে‌ড়ে ফেল‌বে,
অমান‌বিকতা, হিংসা, বি‌দ্বেষ, ঘৃণা, রাগ, পশুত্ব।

যে আমায় ভা‌লোবাস‌বে, শেখা‌বে ভা‌লোবাস‌তে
যে আমায় শেখা‌বে বিপ‌দে মানু‌ষের কা‌ছে আস‌তে
যে আমায় শেখা‌বে কেন আ‌মি মানুষ
যে আমায় রুখ‌বে, উড়া‌লে কথার ফানুস
যে আমায় শেখাবে নি‌জে‌কে চিন‌তে
যে আমায় শেখা‌বে হৃদয় দি‌য়ে পরস পাথর কিন‌তে।

আ‌মি সেই মানুষ‌কে খুঁঁজে বেড়াই
জা‌নিনা, আ‌ছে কোথায় সেই আরাধ‌্য সাঁই
তোমায় য‌দি একবার খুঁজে পাই,
চর‌ণে কা‌টি‌য়ে দে‌বো জীবন
ধরনী থে‌কে বিদায় নে‌বো মানুষ হ‌য়ে।

শরীয়তপুর, ১৩ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here