গুণী
-আসাদুজ্জামান জুয়েল
………………………..

দলকানা দলকানা বলি
করলে অন্য দল
নিজদলও কানায় ভরা
এবার কিছু বল!

নীল প্যানেলের যারা
তারাই ছাতা নাতা
তোমার সাদায় যারা
তারাই তুলসি পাতা?

আরো আছে কত
প্যানেল দেশের মাঝে
শিয়ালেরা একই সুরে
ডাকে সন্ধা-সাঝে।

একেক জনে একেক
মতবাদে হয় বিশ্বাসী
অন্য মতবাদীর কথা
শুনে কেন হাসি?

আমরা হলাম সবাই
একটু আধটু হিপো
সমালোচনার আগে তুমি
নিজেরটা একটু মেপো!

অধম জুয়েল ভাবে
মতবাদ আসলে কী?
যে যেখানে পারছে
খাচ্ছে চেটে ঘি!
সেটাই আসল নীতি
তারাই আসল জ্ঞানী
তুমি যদি পারো
তবেই তুমি গুণী।

শরীয়তপুর, ১৭ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here