গুরু তুমি কঠিন গুরু
খেলা বোঝা দায়
যে আসে তাকেই তোলো
তোমার ছোট্ট নায়
আপন পরের করোনা বিচার
সবাইকে কাছে টানো
শিষ্যকে ভাবো হাড়ির কৈ
শত্রুকে ভালো জানো
সুবিধাবাদীর চরিত্র তুমি
জানিনা বোঝ কিনা
শিষ্যরা আজ অবহেলিত
তোমার সু-নজর বিনা
মানুষ কেবা, কেবা অমানুষ
তোমারতো জানার কথা
তোমার উচিৎ নিভৃতে ভাবা
শিষ্যর মনে কী ব্যথা
সবাইকে তুমি পাড় করিতে
চাও যদি এক নায়
নাওযে তোমার ডুবে যাবে
ভেবেছোকি গুরু হায়!
শিষ্য তোমার শুরুর থেকে
ভক্তি দিচ্ছে চরণে
নতুন বায়াত হলো যেজন
চতুর সে রেখো স্মরণে।

০৫ ডিসেম্বর ২০১৯, চেম্বার, আইনজীবী সমিতি, শরীয়তপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here