একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
খবরের কাগজে একটিও সড়ক দুর্ঘটনার খবর নেই
নেই মৃত্যু বা আহতের কোন মিছিল
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
টিভি চ্যানেলে করোনা, সার্চ বা ফ্লুতে কোন মৃত্যুর পরিসংখ্যান নেই
নেই কোন আক্রান্তের খবরও
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
কোন মিডিয়াতেই নেই পাঁচশ টাকার গগলস, হাজার টাকার পিপিই, অথবা
শত টাকার বালিশ হাজার হাজার টাকায় কেনার খবর
সভা-সেমিনার-এওয়ারনেসের নামে শতশত কোটি টাকা খাওয়ার দুঃসংবাদ
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
কোন চেয়ারম্যান ত্রানের চাল করেনি চুড়ি, টাকা করেনি আত্মসাত
বিলিয়ে দিয়েছে কড়ায় গন্ডায় হিসাব করে, দিয়েছে নিজের থেকেও
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
মন্ত্রীর ছেলে, সচিব, পরিচালক মিলে নকল মাস্ক নয়, আসল দিয়েছে
ন্যায্য মূল্যে, লাভের দিকে তাকায়নি একবারও
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
দেশ নিয়ে দলে-দলে মিথ্যাচার করেনি, সত্যিটা ধরিয়ে দিয়েছে
সংশোধন হয়ে জানিয়েছে ধন্যবাদ, ধরিয়ে দেয়ার জন্য
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
দেশের টাকা দেশে ফিরিয়ে এনে আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে
ক্ষমা চেয়েছে দেশবাসীর কাছে, বলেছে, আমায় মাফ করো, ভুল হয়েছে
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
ঘুষ সাধার অপরাধে হাত দুটি পিছন দিকে রেখে কোমড়ে দড়ি বেধে
প্রকাশ্যে নিয়ে যাচ্ছে অসাধু লোকটাকে, ধরিয়ে দিয়েছে কোন এক কর্তাব্যক্তি
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
ধর্ষনের অপরাধবোধে নিজের লিঙ্গ কেটে হাতে নিয়ে ঘুরছে রাস্তায় রাস্তায়
লেবাসধারী লোকগুলো লেবাস খুলে ল্যাংটো হয়ে বিলাপে রত
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
জাত-বেজাতের ভেদাভেদ ভুলে এক কাতারে মানুষ হয়ে মানুষের মত
বাঁচার জন্য হাত রেখেছে হাত, যুগপদ চলছে সাম্যের গান গাইতে গাইতে

পরক্ষণেই ভাবি,
এই ঘুম কী ভাঙ্গবে কোন দিন, সকাল কী হবে?
ভাবতে ভালোই লাগছে, ঘুমটা ভাঙ্গার কি দরকার
ঘুমের ভিতরেই থাকি কিছু ক্ষণ, ভাঙ্গলেইতো যেই সেই!
জেগে থাকার চেয়ে এখন ঘুমেই বেশি শান্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here