প্রচন্ড বৃষ্টি, দূর আকাশে কালো মেঘ
পাতাগুলে কবুতর ছানার মত থরথর কাঁপছে
একা একা ভিজি, কল্পনায় থাকিস পাশে
হাতখানা হাতের পাশে সমান্তরালে দুলছে
তবুও মনে হয় যোজন যোজন দূরে
ধরবো কি ধরবনা ভেবে ভেবে সময় কাটে
সুনসান নীরব গ্রামীণ মেঠো পথ
বৃষ্টি, পানি কাদা, প্রকৃতি আর আমরা দুজন
ঝিঙ্গে ফুল বৃষ্টির ভারে কেপে কেপে দুলছে
জোরা শালিক ঠোঁটে পালকের পানি ঝরাতে ব্যস্ত
তবুও হয়না বলা ভালোবাসি তোকে
তুই যে থাকিস পরাণের গহীনে, মনি কোঠায়
বড্ড ভালোবাসি বলেই হয়তো হয় না বলা
ভালোবাসলে বলাটা কি খুবই প্রয়োজন?
আমি চাই তুই থাক না যতনে, হৃদয়ের গহীনে
যেখানে রেখে আমি শুধু ভালোবাসবো তোকে
প্রথমত আমি, দ্বিতীয়ত আমি, শেষ পর্যন্ত আমিই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here