তোমাকে হারিয়ে মাগো
দুনিয়া আন্ধার
তোমাকে হারিয়ে মা তাই
করি হাহাকার।

তোমার কথা বলতে গেলে
ফুরায় না মা কথা
তোমার কথা ভাবতে গেলে
মনে জাগে ব্যাথা।
তুমি ছাড়া দুনিয়া মা
পুরাই অন্ধকার
তোমাকে হারিয়ে মাগো
করি হাহাকার।

জন্ম দিলা করলা বড়
বাড়াইলা মা মায়া
বটবৃক্ষের মত আমায়
দিলা মাগো ছায়া।
ছায়া পাইনা রোদে অন্তর
পুরিয়া অঙ্গার
তোমাকে হারিয়ে মাগো
করি হাহাকার।

নিজে না ঘুমাইয়া মাগো
আমার ঘুমের লাগি
সারা রাত্র দুধ খাওয়াইছো
থেকে মাগো জাগি।
ঋণী কইরা গেলা চইলা
দিলা শুধুই ছাড়
তোমাকে হারিয়ে মাগো
করি হাহাকার।

কষ্ট কইরা রাখলা পেটে
সইলা প্রসব ব্যাথা
মুখ বুজে সব সহ্য করলা
বলোনি কভূ সে কথা।
ব্যাথার ঋণ সোধ করিতে
পারলাম না তোমার
তোমাকে হারিয়ে মাগো
করি হাহাকার।

মা হারা জুয়েল এখন
পায়না মায়ের স্নেহ
মায়ের মত ভালোবাসা
আদর দেয় না কেহ।
সে-ই বোঝে কী যন্ত্রনা
মা হারাইছে যার
তোমাকে হারিয়ে মাগো
করি হাহাকার।
তোমার কথা ভাবলে মাগো
বুকটা যে হয় ভারি
আটকে আসে গলা কিছু
বলতে নাহি পারি।
জুয়েলের আজ বুকটা খালি
অন্তরটা ছারখার
তোমাকে হারিয়ে মাগো
করি হাহাকার।

শরীয়তপুর, ১২ আগষ্ট ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here