তোমারই প্রতিক্ষায়
-আসাদুজ্জামান জুয়েল
………………………..

আমি থাকবো তোমারই প্রতিক্ষায় অনন্ত কাল
তুমি যেমনটা থাকো আমারই জন্য।
তুমি যেমন থাকো সমস্ত হৃদয় জুড়ে, রক্তের প্রবাহে
ধমনীতে দূর্দান্ত গতিতে প্রবাহমান, আমার অনুভবে
যেমন থাকো শ্বাস প্রশ্বাসের আসা যাওয়ায়।

আমি থাকবো তোমারই প্রতিক্ষায় কাল থেকে মহাকালে
তুমি যেমনটা থাকো পথপানে চেয়ে।
তুমি থাকো বাতাশ হয়ে প্রবাহমান, আমার অনুভবে
কখনো ঘুর্ণি, কখনো শান্ত শীতল পরশ হয়ে ছুঁয়ে যাও।
স্থির পাতা দেখেও আমি অনুভব করতে পারি তোমায়।

আমি থাকবো তোমারই হয়ে, যনম যনমে আষ্টে-পিষ্টে
তুমি যেমনটা থাকো অভিন্ন হৃদয় হয়ে।
দুটি দেহের দুটি হৃদয় যখন অভিন্ন হয়ে যায়
তাকে কী আর পানির মত কেটে ভাগ করা যায়!
দ্রভিভূত হয়েছি যখন তখন কার সাধ্য করে বিভাজন।

আমি থাকবো তোমারই হয়ে, সীমান্তের শুন্য রেখায়
তুমি যেমনটা থাকো নির্ভয়ে আমারই জন্য।
শুন্য রেখায় শ্বেত কপোত যুগল করেছে কী গুলির ভয়?
অস্ত্রের ঝনঝনানি কিংবা গোলার মুখে দুজন যদি
স্থির হয়ে দাড়াতেই না পারি, তবে কেমন অভিন্নতা।

আমি থাকবো তোমারই প্রতিক্ষায় শেষ নিঃস্বাস অবধি
তুমি যেমনটা থাকো আমারই জন্য নির্ঘুম।
যতক্ষণ দেহে থাকে প্রাণের স্পন্দন, হৃৎপিন্ডের ক্রিয়া
সচল থাকা অবধি তোমারই প্রতিক্ষায় কাটাবো
নশ্বর পৃথিবীতে কিংবা পরলোকে, তোমাকেই চাইবো।

শরীয়তপুর, ১৮ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here