আমি বড় ত্যাগী!
ত্যাগ করেছি অনেক কিছু
হাটি সুবিধার পিছু পিছু
কুড়িয়েছি, পেয়েছি যা কিছু
তোমরা ভাবো আমি হীন-নিছু?

আমি বড় ত্যাগী!
ত্যাগ করেছি জাতীয়তাবাদী চেতনা
বিবাদীরা তখন সুবিধাদী পেত না
বাদীরা এখন ক্ষমতার রস দেয় না
ক্ষমতা ছাড়া চেতনায় থাকা যায় না!

আমি বড় ত্যাগী!
বকেছি যখন বাদীর নিয়েছি সঙ্গ
পিটিয়ে ভেঙ্গেছি বিবাদীর কত অঙ্গ
সুবিধার লাগী করেছি কত রঙ্গ
চলে এলাম, যখন মেলা হলো ভঙ্গ।

আমি বড় ত্যাগী!
সুবিধা নিয়েছি, পদও নিয়েছি আমি
সুবিধাটাই প্রথম, আমার কাছে দামী
সুবিধার জন্য উপরে উঠি ও নামি
ভোগীরা কী বলে সেটা ভাবিনা আমি।

আমি বড় ত্যাগী!
দল ছেড়েছি, নেতা ছেড়েছি কত!
গড়েছি দালান, হাতিয়েছি টাকা যত
মন্দ বললেও লোকে, হয়না হৃদয় ক্ষত
আমি কী বলদ? আমি কী ওদের মত?

অধম জুয়েল বলে, ভাই ত্যাগী,
ত্যাগের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিন
এই নেতা ও দলের সাথে থাকবেন কত দিন?
পাল্টি নীতি-আদর্শ ত্যাগ করবেন কোন দিন?
ত্যাগী বলেন, নীতি নাই ত্যাগের প্রশ্ন আসবেনা কোন দিন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here