সারা দেশে একযোগে গত ৫ অগাস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ যা সাতদিন পর শনিবার শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন সময় বাড়িয়ে ১৪ আগষ্ট পর্যন্ত করা হয়েছে। বিদেশে যেখানে ৯৮ শতাংশ মানুষ আইন মানে বাংলাদেশে সেখানে ৯০ শতাংশ মানুষই আইন মানেনা। এই ৯০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাত বা দশ দিন কেন, সাত মাসও যথেষ্ট নয়। আসলে দশদিন নয়, এই কার্যক্রম সারা বছর এবং বছর বছরই অব্যাহত রাখা উচিত। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসতে পারে, আসতে পারে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা ও আইন মানার প্রতি দায়িত্ববোধ বোধ।

ট্রাফিক সপ্তাহের মাত্র সাত দিনে মামলা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৫৯৪টি আর জরিমানা আদায় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ২২৩ টাকা। এ সময় ৪৬ হাজার ৭২৩ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৭৭৭টি যানবাহন আটক করা হয়েছে যা আমাদের আইন না মানা ও আইনের প্রতি অবজ্ঞারই বহিঃপ্রকাশ মাত্র।

আমাদের দেশের রাস্তার অপ্রশস্ততার কারনে, প্রয়োজনের তুলনায় রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেশি হওয়া, রাস্তা দিয়ে অনিয়ন্ত্রিত যাত্রী পারাপারের কারনে, বাস স্টপেজের অপ্রতুলতা, যত্রতত্র গাড়ি রাখায় এবং অনেক বেশি মোটরসাইকেল চলাচল করায় সড়কে সর্বদা বিশৃঙ্খলা লেগেই থাকে। সেই সাথে আছে রাস্তা খোঁড়াখুড়ি, সড়কের পাশে কমিউনিটি সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বড় বড় বিপনীবিতান, বাজার, পেট্রোল পাম্পের মত স্থাপনার কারনেও রাস্তায় বিশৃঙ্খলা লেগেই থাকে। এত সব অপ্রতুলতার কারনে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলেতো চলবে না। সীমিত সম্পদের সদ্যবহার করার মানসিকতা গড়ে তুলতে পারলেই আমাদের রাস্তায় শৃঙ্খলা আসতে পারে।

মাত্র সাত দিনে বিশাল সংখ্যায় মামলা, বিপুল পরিমান টাকা আদায়ের কারনে এ কয়দিন রাস্তায় অবৈধ গাড়ি চলাচল অনেকটাই কমে গেছে। সাজা ও জরিমানার ভয়ে এখন অবৈধ চালকরা গাড়ি রাস্তায় নামাচ্ছে না। ড্রাইভিং লাইসেন্স বিহীন কিশোর-যুবক শ্রেণীর মোটর বাইক চালকরা রাস্তায় নামতে ভয় পাচ্ছে। ফলে রাস্তায় আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলা ফিরে এসেছে। তার মানে অনেকেই এখন আইনকে ভয় পাচ্ছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আইনের প্রতি শ্রদ্ধা বাড়ছে। এই শ্রদ্ধাবোধ অব্যাহত থাকবে যদি সারা বছর পুলিশ রাস্তায় অবস্থান করে সকলকে আইন মানতে বাধ্য করে, কোন প্রকার পেশি শক্তি, ক্ষমতা ও অবৈধ প্রস্তাবকে প্রশ্রয় না দিয়ে।

তাই দশদিন নয়, পুলিশের হোক সারা বছর। আর আমাদেরও হোক সারা বছর। পুলিশ যেমন সারা বছর গাড়ি ধরবে, মামলা দিবে, জরিমানা করবে, শাস্তি দিবে তেমনি আমরাও সারা বছর পুলিশের সক্রিয়তার কারনে আইন মানবো। তবেই দেশে শান্তি ফিরে আসবে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, রাস্তায় মৃত্যুর মিছিল ছোট হতে হতে নাই হয়ে যাবে। অন্য দেশ আমাদের দেশ নিয়ে গর্বের সাথে বলবে, দেখ, বাংলাদেশের মানুষ আইন মানে, আইনকে শ্রদ্ধা করে, ওরা কত সভ্য।

asadjewel@gmail.com, www.asadjewel.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here