নারী তুমি দাদি, তুমিই আবার মা
নারী তুমি বউ, তুমিই আবার জা
নারী তুমি ভগ্নি, তুমিই আবার প্রেয়সী
একেক রুপে তুমিই, হও যে শ্রেয়ী।

নাতনী যখন, দাদির সাথে কতই সখ্যতা
মা হও যখন, প্রতিপালনে দেখাও দক্ষতা
বউ হলে বিরুপ হও, শাশুরির সব কাজে
শাশুরির সব কথাই, লাগে আজে-বাজে।

মা হলে মেয়ে তোমার, কত সুন্দর সাজে!
শাশুরী হলে ভাবে বউ, কলিজাটা ভাজে
বোন যখন তখন তুমি, বোনকে ভাবো মিত্র
ননদকে দেখে ভাবো তুমি, আজন্ম এক শত্রু।

মেয়ের কথায় জামাই যদি, উঠে এবং বসে
কথাটা শোনার পরেই, মন খুশিতে হাসে
বউয়ের কথায় ছেলে যদি, কোন কর্ম করে
গা জ্বলে যায় সেটা শুনে, কষ্টে মন মরে।

অধম জুয়েল বলে, ভেবে নাহি পাই
বহুরূপ থেকে কি, নারীর মুক্তি নাই?
বদ চিন্তা থেকে যতদিন, বের হবে না নারী
মুক্তি হবেনা, পড়েই থাকবে, পরে বারোহাত শাড়ী।

বিঃদ্রঃ আমি নারী বিদ্বেষী নই। কথাগুলো যদি কোন নারীর খারাপ লাগে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here