পেঁয়া‌জের চে‌য়ে এখন, সস্তা গলার হার
‌হিসাব নিকাশ ক‌রে, কর পেঁয়া‌জ ব্যবহার
ছোট ‌মা‌ছে পেঁয়াজকু‌চি, দো‌পেঁয়াজা কৈ
কাচ‌কি মা‌ছে পেঁয়াজকু‌চি, লা‌গে খা‌চ্ছি খৈ
‌পেঁয়াজু‌তে পেঁয়াজ কু‌চি, না থাক‌লে হায়
‌পে‌পে দিয়া পে‌পে‌জু, ব‌লো কেবা খায়?
ভর্তাতে তু‌মি য‌দি, পেঁয়াজ না দাও
‌তৈ‌রির খাটু‌নিটা যা‌বে দে‌খো ফাও
‌তরকা‌রিতে বাটা পেঁয়াজ, ঝোল হয় ঘন
‌পেঁয়াজ ছারা রান্না, খে‌তে চায় না মনও!
ঝালমু‌ড়ি‌তে পেঁয়াজ কু‌চি, য‌দি না’ই দি‌লে
যতই ভা‌লো হোক তা, খায়না সবাই মি‌লে
নাড়াচারা কর‌লে প‌রে, যতই আ‌সে জল
নাড়‌তে না পে‌রে চোখ, কর‌ছে ছ‌লো ছল
‌পেঁয়াজ দেখা‌লো খেল, দা‌মের উৎকর্ষ
উ‌নিশসাল এখন থে‌কে, হোক পেঁয়াজ বর্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here