ফুলঝুড়ি
-আসাদুজ্জামান জুয়েল
…………………………..

চোরে চোরে মাসতুতো ভাই
শুনেছি এতদিন
দম্পত্তিও চোর হয় আজ
সেই খবরটা নিন।
সাধুর বেশে সমাজে চলে
কত চোর দম্পত্তি
মিলে মিশে খাচ্ছে তারা
দেশেরইর সম্পত্তি।

দিনে সুশীল রাতে কুশীল
নেশাতে আসক্ত
তারাই সাজে সমাজ সেবক
মানবতার ভক্ত।
বিষের মতো গুণী তারা
দেখে চেনা শক্ত
তারাই আবার চুষছে দেখ
মানবতার রক্ত।

তারা নয়তো কৃষক-শ্রমিক
আম জনতা কুলি
চুকা শোতে ফুটায় ফুল
মিষ্টি তাদের বুলি।
কারো আছে উচ্চ সনদ
কেউবা চলে চাপায়
চুকা শোতে টেবিলে কেউ
জ্ঞানীদেরকে দাপায়।

উপর মহল তাদের হাতে
পকেটেও থাকে
সব মহলকে তারা সদা
খুশি করে রাখে।
কেউ বলে ওরা জ্ঞানপাপি
ভন্ডও কেউ বলে
সব মহলকে খুশি করে
ওরা তলে তলে।

অধম জুয়েল চিন্তা করে
কেমনে ওসব পারে!
ওদের কী নাই লজ্জা-ভয়
কয়টা মাথা ঘাড়ে!
ওরা কবে মানুষ হবে
বুঝবে মানবতা
কবে থেকে করবে চিন্তা
মানুষেরই কথা?

শরীয়তপুর, ১৫ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here