ফুসফুসে ধরেছে আগুন, কলিজায় লাগে তাপ
অন্য অঙ্গ টের পাচ্ছে, লাগছে অল্প ভাপ
কলিজা পুড়ে ছাই হলেই, অসাড় হবে দেহ
নিজের দেহে লাগাই আগুন, দেখছে নাতো কেহ!

নখ কাটি, আঙ্গুল কাটি, কাটি দেহের ত্বক
কাটাকাটির অভ্যাসটা, মোদের পুরনো সখ
ধ্বংস করছি নিজেকে নিজে, দেহ কাঁদছে নিরবে
দেহেরও ধারণে সীমা আছে, নিরবে কতটা সইবে?

অক্সিজেনের সিলিন্ডারে আজ, লাগছে ভীষণ আগুন
নেভানোর কোন গরজ দেখিনা, পুড়ে খাচ্ছে বেগুন
সিলিন্ডারে কোপ মেরে আজ, করছি তাতে ফুটো
কালচে বর্ণ ধারণ করছে, গোলাপী ফুসফুস দুটো?

এমন করে করতে থাকি, যদি নিজের ক্ষতি
একদিন ঠিক থাকবে নাকো, বাঁচার কোন গতি
অক্সিজেনের আধার ধ্বংসে, অধম জুয়েল ভাবে
নিজের ক্ষতির বিষয় নিয়ে, ভাববে মানুষ কবে?
পৃথিবীর ফুসফুস জ্বলছে আজ, রক্তাক্ত বাংলার ফুসফুস
কেউ খায় আলুপোড়া-খৈ, কারো নাই তাতে কোন হুস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here