মনে কি পরে না আমায়? নাকি ভুলেই গেছ!
আমি কি আর আগের মত মনের গহীনে নেই?
নাকি ছিটকে গেছি প্রবল ঝড় হাওয়ায়
সুনামির টানে, বানের জলে ভেষে ভেষে!
মনে কি পরে না আমায়? নাকি ভুলেই গেছ!

হারিয়ে গেলেও কি হারিয়ে যায় সব
কিছুই কি অবশিষ্ট থাকে না হৃদয়ের গহীন কোনে
শেষ হলেও কি একেবারে নিঃশেষ হয়ে যায়
বিন্দু সম স্মৃতিও কি পড়ে থাকে না!

হৃদয়ের গহীনে একদা ছিল আমারই বিচরণ
আমাদের এবেলা, ওবেলা, সারা বেলা
কেটেছিল মধুর দিনগুলো, জমিয়ে আড্ডা
হোটেল রেস্তোরার কোনের টেবিলে
বসে বসে ধুমায়িত চায়ের কাপে চুমুকে চুমুকে
অথবা বাইরে খোলা আকাশের নিচে দাড়িয়ে
ঝাল মুড়িওয়ালার আগুন তপ্ত ঝাল মুড়ি খেয়ে
ফুটপাতের দোকানে দাড়িয়ে চায়ের ফাঁকে ফাঁকে
ধুম্রশলাকায় মুখাগ্নি করে ঘন্টার পর ঘন্টা
শহরের অলিতে গলিতে হেটে হেটে
অজানা গন্তব্যে পৌছানোর অদম্য নেশাটা
মনে কি পরে না আমায়? নাকি ভুলেই গেছ!
আমি কি আর আগের মত মনের গহীনে নেই?

তোমার স্মৃতি আমার হৃদয় খাতায়
চাইলেই যে পারি না মুছে দিতে
সব কিছু কি মুছে ফেলা যায়
সব কিছু কি মুছে যায়
এযে আত্মায় আত্মায় বিনিসুতোর বন্ধন।

১৫ অক্টোবর ২০১৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here