ব্যবচ্ছেদ
-আসাদুজ্জামান জুয়েল
…………………………..

ডাইনে চোর বায়ে চোর
চোরে সয়লাব দেশ
চুরি করতে করতে একদিন
দেশ কী হবে শেষ?

আস্ত এক মুরগির রোস্ট
দেশটাকে আজ ধরে
কেউ খাচ্ছে রান-সিনা
খামছা খামছি করে।

কেউ খাচ্ছে গিলা-কলজে
কেউ খাচ্ছে চামড়া
চেয়ে চেয়ে দেখছি শুধু
আম জনতা আমরা।

গলা অবধি খেয়ে কেউ
তৃপ্তির ঢেকুর দেয়
কিছুই না পেয়ে কেউ
হাড্ডি কেড়ে নেয়।

কেউ আছে দূরে বসে
গন্ধে মজে থাকে
চাটা হাড্ডিও জোটে নাযে
শুকনা জিভটা চাটে।

রোস্ট নামের দেশের উপর
পরেছে শকুন দৃষ্টি
চলছে এখন খাবলে খাওয়ার
এক অপ-কৃষ্টি।

রক্ত নদী-লাখো প্রাণ
সম্ভ্রমের বিনিময়
পেয়েছি যে সোনার দেশ
এমন কেন হয়?

অধম জুয়েল রইলো ভূখা
আম জনতার মত
দেশের হাল দেখলে তাই
হৃদয়ে হয় ক্ষত।
সেদিন কবে আসবে যেদিন
দেশকে ভালোবেসে
সকলের তরে বাঁচবে সকলে
বাঁচবে খেলে-হেসে।

শরীয়তপুর, ১৪ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here