ভন্ড আমি ভন্ড তুমি, ভন্ড সারা দেশে

ভন্ডের চাপে আস্থা শব্দ, বিলিন হলো শেষে।
ভদ্রতার লেবাস পরে, করছি ব্যবসা-ধান্দা
সবার সামনে প্রকাশ করি, আমিই সহি বান্দা।
ধানে পানি, চালে কাকড়, ওজনে দেই কম
মাছ-ফলে বিশ মেশাই, দেহের যেটা জম।
সাধু সেজে দেই ধোকা, মানুষকে ফেলি ফাঁন্দে
সহজ সরল মানুষগুলো, ধরা খেয়ে কান্দে।
চাকুরি করি বেতন নেই, ওটায় দেই না হাতই
সংসার চালাতে তাই, কাজ করে হাত পাতি।
আমি ভাবি তুমি খারাপ, তাইতো খারাপ হই
তোমার জন্য খারাপ হলাম, আমার দোষটা কই?
আবুর টুপি হাবুর মাথায়, আর কতকাল রাখবে
টুপি পরানোর ধান্দাটা, আর কতদিন থাকবে?
সময় গেছে অনেক বয়ে, বদলাতে হবে এবার
আমি তুমি ভালো হলে, ভালো হবে সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here