ভালোবাসার জয় হয়
-আসাদুজ্জামান জুয়েল
…………………………

একদিন যে ছিলো আত্মার আত্মীয়
ঘনিষ্ট স্বজন, বন্ধুজন, পরম মিত্র
একদিন সে’ই হয় শত্রু।
একদিন যে থাকে প্রাণের প্রিয়জন
আস্থার ঠিকানা, বিশ্বাসের বাতিঘর
একদিন সে’ই হয় ভালোবাসার বিষবৃক্ষ।
একদিন যাকে না দেখলে হৃদয় পোড়ে
দুমরে মুচরে কলিজা হয় ওলটপালট
একদিন তাকে দেখলেই গা জ্বলে যায়।
একদিন যার কথার সুরে বিমোহিত মন
হাসতে হাসতে চোখে আসে জল
একদিন তার কথাই কানে বাজে নিস্পৃহ ব্যঞ্জনা।
একদিন যার আনন্দে হই আনন্দিত, উৎফুল্ল
শিহরণ জাগায় হৃদয়ে, হর্ষ ধ্বণিতে করি আমোদ
একদিন তার আনন্দে থাকি ভাবলেশহীন।

একদিন যে প্রিয়জন হয় অপাংক্তেয়, একঘরে
ছায়া মাড়ালেও অসুচি মনে হয় নিজেকে
তার কষ্টে কেন হৃদয় ছিড়ে যায়!
তার কষ্টের কথা কানে বাজার সাথে সাথে
কেন অনুভূত হয় বুকের পাজর ভাঙ্গার শব্দ?
কেন মাথার উপর সাত আসমান ভেঙ্গে পড়ে?
কেন হৃদয় ডুকরে কাদে, চোখের কোনে জমে নোনা জল?
কেন ছুটে যাই সব ব্যথা ভুলে, কেন বুক হয় ভারি?
কেন আটকে আসে গলা, চেপে ধরে টুটি, কেন করি আহাজারি?

হয়তো, ভালোবাসার মানুষ দূরে গেলেও থাকে হৃদয়ের কাছাকাছি!
হয়তো, ঘৃণার অতলে ডুবে থাকে ভালোবাসার নিষিক্ত বীজ!
হয়তো, আনন্দ নয়, কষ্টই মানুষকে মানবতা শেখায়!
হয়তো, ঘৃণা নয়, ভালোবাসারই জয় হয় চিরকাল।

শরীয়তপুর, ১৯ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here