সংকটে পড়েছে সবাই
মহা এক সংকটে!
সবারই হাত খালি হয়েছে
অর্থ নাই পকেটে।

চাকুরীজীবি আছেন যারা
তারাই আছেন বেশ!
মধ্য কিংবা নিম্নবিত্ত
অভাবের চাপে শেষ।

তরকারি বা খাদ্য দ্রব্য
কিংবা বেচে মেডিসিন
তারাই আছে বেশ সুখে
আনন্দেতে কাটছে দিন।

দিনমজুর বা শ্রমিক যারা
হাতে নেই কোন কাজ
ক্ষুদ্র নানান ব্যবসায়ী যারা
বাঁচবে কিভাবে আজ?

আজকের খাবার নাইযে ঘড়ে
কালকের কথা ছাড়ো
অনাগত দিন চলবে কীভাবে
কেউ কী বলতে পারো?

পূঁজি বলতে যাদের হাতে
শ্রমটা মজুদ থাকে
সেটাও কেউ না কিনে যদি
কী ভাঙ্গতে বলবে তাকে?

বড়লোকের আছে টাকা
গরিবের আছে সরকার
মধ্য কিংবা নিম্নবিত্তের
কাজ যে বড় দরকার।

অধম জুয়েল নিম্নবিত্ত
অভাবের জ্বালা বুঝে
প্রনোদনা বা সাহায্য নয়
কাজটাই সে খুঁজে।

০১ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here