মানুষ একটা আজব প্রাণী…সবাই জানি
মানুষ একটা আজব প্রাণী।

যখন আমরা মুক্ত থাকি….লাগেনা ভালো
ঘরে বন্দি থাকলে বলি…লাগে না আলো
কাজে গেলে ভাল্লাগে না…চাইযে অবসর
বাড়িতে থাকিলে বইসা…বিরক্তের হয় ঘর

কিসে মোদের ভালো লাগে…সেইটা না জানি
মানুষ একটা আজব প্রাণী…সবাই জানি
মানুষ একটা আজব প্রাণী।

হাতে যদি টাকা থাকে…ভাল্লাগে না টাকা
মাথা অনেক খারাপ থাকে…পকেট হলে ফাঁকা
থাকলে খাবার হাড়ি ভরা…মুখেতে রোচে না
না থাকিলে ক্ষুধার জ্বালা…পরান যে বোঝে না

অভাবে না স্বভাব দোষে…সেইটা না জানি
মানুষ একটা আজব প্রাণী…সবাই জানি
মানুষ একটা আজব প্রাণী।

ভালোবাসা থাকলে কাছে…মর্মযে বুঝি না
দাঁত থাকতে দাঁতের মর্ম…কেউযে খুজি না
ভালোবাসা খুজি তখন…যখন যায় হারিয়ে
ভালোবাসার ক্ষুধা তখন…নেয় যে তাড়িয়ে

মনটা আমার চায় কিযে..সেইটা না জানি
মানুষ একটা আজব প্রাণী…সবাই জানি
মানুষ একটা আজব প্রাণী।

অধম জুয়েল অধম মানুষ…পায়না ভেবে কুল
কোনটা ভালো কোনটা মন্দ…কোনটা সত্য-ভুল
মনের কথা বুঝতে বুঝতে…গেলো যে জীবন
তবুও পারলাম না বুঝতে…চাইলো কীযে মন

মনের চাওয়া মন বোঝে না…সেইটা সবাই জানি
মানুষ একটা আজব প্রাণী…সবাই জানি
মানুষ একটা আজব প্রাণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here