মায়ের অভাব হয়না পূরণ
জানি কিন্তু ভাবিনা
মায়ের অভাব পূরণ হয় না।

হাজার কষ্ট ভোগ করিয়া
পেটে রাখে মা’য়
নিজে না খাইয়া মা’য়ে
সন্তানরে খাওয়ায়
এমনো দরদী গেলে
আরতো পাবে না
মায়ের অভাব পূরণ হয় না।

কান্ড জ্ঞানের নাইযে বালাই
হাগি বিছানাতে
ঘৃণার মাথা খেয়ে মা’য়যে
ছাপ করে নিজ হাতে
এমনো দরদী ভবে
টাকায় মিলে না
মায়ের অভাব পূরণ হয় না।

হাতে ধরে হাটতে শিখায়
জ্ঞানের আলো জ্বালায়
নিজের পায়ে দাড় করিয়ে
একদিন মা’যে পালায়
এমন গুরু চলে গেলে
আরতো পাবে না
মায়ের অভাব পূরণ হয় না।

পেটে রাখছে দুধ খাওয়াইছে
মূল্য চয়নি মা’য়
সবটা দিয়ে খালি হাতে
নেয় যে বিদায়
এমন দাতা চলে গেলে
আরতো পাবে না
মায়ের অভাব পূরণ হয় না।

মা হারা অধম জুয়েল
কাদে নিরালায়
সারা জীবন দিয়াই গেলো
ভবের সকল মায়
মাথার উপর বটবৃক্ষ
হয়ে দিলো ছায়া
মা তোমরা যাওগো কেন
ভুলে মোদের মায়া
চলে গেলে এই দরদী
আরতো পাই না
মায়ের অভাব পূরণ হয় না।
২০ জুন ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here