আজ (৩১ মার্চ, ২০২০ মঙ্গলবার) মায়ের অষ্টম মৃত্যুবার্ষিকী। আটটি বছর কেটে গেলো চোখের পলকে। ৩০ মার্চ শুক্রবার শেষ রাতে মা মৃত্যুর কোলে ঢলে পড়েন আর ৩১ মার্চ শনিবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আটটি বছরে জীবনে অনেক পরিবর্তন এসেছে। অনেক লোকের সাথে দেখা হয়েছে, অনেক লোকের সাথে পরিচয় হয়েছে, আলাপ হয়েছে অনেক লোকের সাথে, অনেক মানুষ আপন হয়েছে, পর হয়েছে অনেকে। কিন্তু বিগত আটটি বছরে মায়ের মত আদর, স্নেহ, ভালোবাসা, শাসন পাইনি। মায়ের সাথে কথা বলে যে তৃপ্তি পেতাম তা পাইনি। মায়ের মুখ খানা দেখলে যে প্রশান্তি পেতাম তা মেলেনি। কোন কিছু দিয়েই মায়ের অভাব পুরন হয়নি। আর হবেও না জানি। তবুও খুজে বেরাই। খুজে বেরাবো। মা, তুমি ভালো থেকো, যেখানেই থাকে, শান্তিতে থেকো।

আমার মা আমাকে বাবা বলেই ডাকতো। আমি এখন বাবা হয়েছি। আমার মেয়ে আমাকে বাবা বলেই ডাকে। আমার মেয়ে আমাকে আমার মায়ের মতই ভালবাসে, আমি তা অনুভব করি। মেয়েকে পরম আদরে মা মা বলে ডাকি, সে সাড়াও দেয়। ওকে মা ডেকে মা ডাকার বাসনা পূর্ণ করার চেষ্টা করি। তবুও মনে হয় কোন কিছু দিয়েই মায়ের অভাব পুরন হয়নি। আর হবেও না জানি। তবুও খুজে বেরাই। খুজে বেরাবো। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ মাকে বেহেস্ত নসিব করুন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here