রুখে দাও
-আসাদুজ্জামান জুয়েল

 

পতিতা পতিতা বলে আমরা
করছি হায় হায়
পতিতার উপরে পতিত যে জন
তার নেই কোন দায়?

সুনু পাউডার মুখে মেখে
দাড়ালো যে রাস্তায়
সুগন্ধী মাখা পোশাক পড়ুয়ায়
কিনে যে সস্তায়!

পতিতার কাছে যেচে না গেলে
পেরেছে কভূ নিতে
তবুও কেন মজা পাই মোরা
পতিতাকে গাল দিতে?

বাটপার বলে দেই যে গালি
বলি ওরে ভন্ড
পেছনের যারা সাধু ভাবি তারা
আমরা কী পাষন্ড!

পতিতা খাটে পেটের দায়ে
সর্দারনীর লাভ ষোলআনা
বাটপাররা চুনো পুটি সদা
গডফাদাররা থাকে অজানা।

আঙ্গুল ফুলে কলাগাছ হলে
দেখি শুধু গাছ-ফল
ওদের গায়ে সামান্য জোর
বাপেদের অনেক বল।

বাটপারে দেশ ছড়াছড়ি আজ
ছড়াছড়ি পতিতায়
কম্বলের কি পশম তুললে
কম্বল টেকানো যায়?

অধম জুয়েল ক্ষুদ্র জ্ঞানে
ভেবে পায়না শেষে
গডফাদার আর পতিত রুখলে
শান্তি আসবে দেশে!
কে আছো মহান তুলো তরবারি
কাটো পতিতর দন্ড
শক্ত হাতে রুখো আজ ওদের
দেশে আছে যারা ভন্ড।

শরীয়তপুর, ২০ জুলাই, ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here