সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
নীতিবানের কাছে নেই আজ রাজনীতি
নীতিহীন দখল করে নিয়েছে জবরদস্তি
অবৈধ পথে অর্জিত অর্থে-বিত্তে করছে মৌজ মাস্তি,
নীতিবান দিন দিন হয়ে যাচ্ছে কোনঠাসা, ঝিমিয়ে পড়ছে তাই।

সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
শিক্ষকের কাছে নেই শিক্ষার দন্ড
অর্থলিপ্সু মানুষ খুলেছে জ্ঞাণ বিক্রির দোকান
পরীক্ষার আগেই বিক্রি হচ্ছে প্রশ্ন, উত্তর পত্রও থাকে প্রস্তুত
অভিভাবকও ছুটছে দিক-বিদিক, কিছু পয়েন্টের লোভে দোকাগুলোতে।

সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
আইন পেশার দখল নিয়েছে কিছু দালাল
সাতবারে মেট্রিক পাস, ছাগলের ফরিয়ার পুত্র
লাজ লজ্জার তোয়াক্কা করে না, শুধুই সিস্টেম খুঁজে
চর্চার ধার ধারে না, অবৈধ পন্থায় টাকার পাহাড় গড়ে বিজ্ঞ সাজে।

সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
চিকিৎসা চলে গেছে কমিশনভোগীর হাতে
জ্ঞাণী ছেলেটা আজ গবেষনায়ই ব্যস্ত থাকতে পছন্দ করে
সর্বনিম্ন যোগ্যতায় বেসরকারীতে ভর্তি হয়ে পাস করেই
দুহাতে চামড়া ছিলতে গিয়ে সকলের উপর তকমা লাগায় ‘কসাই’ শব্দ।

সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
সংসদ চলে গেছে ব্যবসায়ীর হাতে
আইন প্রনয়নের জায়গায় আলু-পটলের ব্যবসায়ী
টাকায় কিনে টিকিট, অস্ত্র-অর্থ দিয়ে দেখায় জনমত
তাইতো বিনিয়োগের অর্থ শতগুন হয়ে যায় পাঁচ-দশ বছরেই!

সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বের দখলে নেই জগৎ
সৃজনশীল-মননশীলের হাতছাড়া আজ সাহিত্য-সংস্কৃতি অঙ্গন
একশ্রেণীর রুচিহীন উপর্যপুরী ধর্ষন করে যাচ্ছে সাহিত্য সংস্কৃতি
হৃদয়ে কলা ধারণ না করলেও ছলা-কলা করে দিব্যি কাটাচ্ছি দিন।

সময় বড়ই খারাপ যাচ্ছে!
কোন কিছুই জায়গা মতো নেই।
তাহলে কী সবকিছু চলে যাবে নষ্টের দখলে?
এখনও সময় আছে বাকী
তুমি যদি এগিয়ে না আসো তবেতো এমনই হবে, হওয়ারই কথা।
এগিয়ে এসো তুমি, আকড়ে ধরো হাল, ঝেটিয়ে বিদায় কর অনাচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here