নিরবতা ভাঙ্গো, জেগে ওঠো সময়,
আর কত নিরব থাকবে সময়?
সময় এসেছে, সময় তুমি এখন সরব হও!
তুমি যখনই সরব হয়েছো তখনই,
ভেঙ্গেচুড়ে নতুন করে গড়েছো সব,
শশ্মানকে করেছো সোনার ভূখন্ড।
তোমার উপর দিয়ে বয়ে গেছে বহু ঝড়ঝঞ্জা,
বিশাল বৃক্ষের ন্যায় নূয়ে পড়েছো বহুবার,
পরক্ষণেই গা ঝেড়ে উঠে দাড়িয়েছো তুমি।
তোমার সেই সক্ষমতা আছে, যা দেখিয়েছো বার বার।
ভাষার প্রশ্নে, স্বাধীকারের প্রশ্নে যখনই এসেছে প্রলয়,
তুমি সফল হয়েছে, অস্তিত্ব রক্ষা করেছো সরব হয়ে।
তুমি যখনই নিরব হও, তখনই দানবেরা সরব হয়ে
প্রলয় নৃত্য দেখায়, আর দাত কেলিয়ে দেয় উন্মাদ হাসি।
তোমার সরলতার সুযোগ নেয় বার বার,
তুমি তোমার সরলতার আসন থেকে উঠে দাড়াও,
ঝেড়ে ফেলো পরিবেষ্টিত সুবিধাবাদীদের।
সময় এসেছে সময়, এবার তুমি সরব হও!
তোমার নিরবতায় নির্ভীকজন নিরবে কাদে,
তোমার সরলতায় আঙ্গুল ফুলে কেউ কেউ হয় কলাগাছ।
তোমার নিরবতায় চাটুকার-দালাল সাজে দেশ প্রেমিক,
তোমার নিরবতায় সাধুবেশী দানবেরা দেশকে শশ্মানের রূপদিতে মরিয়া।
নিরবতা ভাঙ্গো, জেগে ওঠো সময়, আর কত থাকবে নিরব?
সময় এসেছে, সময় তুমি এখন সরব হও, ঝেড়ে ফেলো জঞ্জাল।
১৩-১০-২০১৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here