সময় এখন যা‌চ্ছে বড়ই মন্দ
জীব‌নে নেই আনন্দ গীত ছন্দ
ধর্ম অধর্ম মানবতায় দন্দ
রাজনী‌তি‌তে ষড়য‌ন্ত্রের গন্ধ।সময় এখন দি‌চ্ছে বৈ‌রি হাওয়া
পা‌চ্ছি না‌তো যা ছি‌লো মোর চাওয়া
শিষ্ট‌কে আজ দুষ্ট দি‌চ্ছে ধাওয়া
শ্রমজীবী পা‌চ্ছে না আজ খাওয়া।

সময় এখন বই‌ছে প্রতিকু‌লে
বকধা‌র্মিক বাড়‌ছে ফে‌পে ফু‌লে
অমানুষ আজ আয়েশ কর‌ছে দু‌লে
বিষন্নজন পড়‌ছে দে‌খো ঝু‌লে।

সময় এখন কর‌ছে বারাবা‌রি
সুসময় যে গে‌লো তারাতা‌রি
ছাড়‌ছে না যে দুঃসম‌য়ের গা‌ড়ি
দ‌রিদ্রদের চড়‌ছে না আজ হা‌ড়ি।

দুঃসময় তু‌মি যাও তোমার নী‌ড়ে
আ‌মিও যাই কী‌র্তিনাশার তী‌রে
সু‌দিন আস‌বেই তু‌মি গে‌লে ফি‌রে
সুবাতাশ আজ ধরুক আমায় ঘি‌রে।

অধম জু‌য়েল ভা‌বে কেন এমন?
সময় কেন আ‌সে না ছিল যেমন
সুসম‌য় তরে কাদ‌ছে সবার মন
ফি‌রে আসুক সময় ছি‌ল যেমন।

শরীয়তপুর, ১৪ এ‌প্রিল ২০২১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here