সেলফি আর তোষণ নীতি
-আসাদুজ্জামান জুয়েল
……………………………………

সেলফির কী আজব কেরামতি
চতুরের লাভ ষোলআনা,
নেতার হয়ে যাচ্ছে চরম ক্ষতি!

চতুর থাকে সদা তাকে তাকে
কখন নেতা ফ্রি হবে,
সেলফি নেবে ঠিকই সেই ফাঁকে!

সেলফি নিয়ে সোস্যাল মিডিয়াতে
ব্যানার-প্রফাইল-পোষ্ট দেবে,
চোরও মস্ত নেতা হবে তাতে!

নেতার প্রতি দেয়া লম্বা ছালাম
কিংবা ঝুকে কদমবুসি কালে,
ছবি একটা নেতো দেখি কালাম!

নেতায় দিলে বা-হাতটা মাথায়
সেই ছবিটা করবো ভাইরাল,
ফেসবুকে সবার ওয়ালে কিংবা পাতায় পাতায়!

নেতা যদি বলে সালার ভাই
তিন চারদিন বাড়ি ফেরা, খাওয়া বন্ধ,
আনন্দের আর কোন সীমা নাই!

নাম ধরিয়া নেতা যদি ডাকে
নড়েচড়ে উঠবে চতুর, সাড়া দিবে উচ্চ স্বরে,
অন্যকে খোঁচা দিয়ে বুঝাবে ফাঁকে ফাঁকে!

নেতা যদি বলে চাঁদা ছহি
চতুর বলবে, ঠিক বলেছেন নেতা,
ছহি কথা বলছেন, নেতা একদমই ছহি!

নেতা যদি বলে ওরে কোপা
চক্ষু বুজে শুরু কোপা কুপি,
দেখবে নাকো সে নাপিত কিংবা কোন ধোপা!

অধম জুয়েল ওসব পারে নাকো
নেতা হওয়ার দরকার নাই,
থাকো জুয়েল, একটু দূরেই থাকো।

হুজুর হুজুর পারো না করতে তুমি
তুমি নাদান, তোমার জন্য রাজনীতি নয়,
সেলফি-তোষণ প্রিয় এই বিরান ভূমি।

শরীয়তপুর, ১৮ জুলাই ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here