সবাই বলে বাংলাদেশ
এক আজব দেশ
করোনার চেয়ে দূর্ঘটনায়
মানুষ মরে শেষ!

সড়কে মৃত্যু, নদীতে মৃত্যু
মৃত্যু সমতলে
আমরা সবাই ঘামাই মাথা
চেতনায় ধাক্কা খেলে।

খাদ্য আছে, যায় না খাওয়া
ভেজাল দেয়ায় নষ্ট
এমন দেশে স্বাভাবিক ভাবে
বাঁচাই বড় কষ্ট।

সারা বছর ঘুমেই থাকে
মোদের বিবেক বুদ্ধি
ঠিক হবে না কোনদিনই
বিবেক না করলে শুদ্ধি।

দেখতে ঠিক মানুষের মত
কাজে কর্মে কই?
লেবাস ধরে চলে সবাই
কথায় ফুটায় খৈ।

কথায় কথায় ধর্ম টানে
করে অধর্মের কাজ
ভেতরে করে জানোয়ার বাস
উপরে সাধুর সাজ।

এমন করে আর কতকাল
চলবো আমরা ভবে?
সবাই মরে সাফ হলে কী
সভ্য হবো তবে!

অধম জুয়েল চায়যে হতে
সভ্য নাগরিক
আশার আলো পায়না খুঁজে
চেয়ে চারিদিক।

৩০ জুন ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here