জোৎস্না স্নাত রা‌তে কটকার বু‌কে
এ‌লো‌মে‌লো নোঙ্গন করা ক্রুজসীপ
মাথার উপর ফুটন্ত চাঁদ
তাঁরা‌দের সা‌থে নি‌য়ে
প্রশান্তমনা প‌রিব্রাজ‌কেন পা‌নে তা‌কি‌য়ে
প্রফুল্ল চি‌ত্তে আ‌লোর শু‌ভেচ্ছা বিলায়।
নির্ঘুম নয়‌নে আ‌মি উপ‌ভোগ ক‌রি সেই আ‌লোর শু‌ভেচ্ছা।
দূরপা‌নে তাকা‌লে ঘন জঙ্গল নিরব উপ‌স্থি‌তি জানান দেয়
আ‌ছি‌তো পা‌শেই!
ফিস‌ফিস ক‌রে ব‌লে,
তোমারই জ‌ন্যে পশুরাজী, পাখপাখা‌লি‌কে ঘুম পা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছি আজ।
বৃক্ষরা‌জি‌কে ব‌লে‌ছি, তোমরা লিলুয়া বাতাশ দি‌তে নিঃশ‌ব্দে নাড়াও পত্র।
কটকা ব‌লে, আ‌মিও!
তোমার আগম‌নে স্রোত‌কে ক‌রে‌ছি
প্রিয়ার ডাগর চো‌খের মত শান্ত
পদ্ম পুকু‌রের ন‌্যায় ঝি‌রি‌ঝি‌রি ঢেউ‌ তো‌লো।
কলকল শ‌ব্দে ব‌য়ে চল‌লে আমার নারায়‌নের হ‌তে পা‌রে ধ‌্যানভঙ্গ!
এ সবই তোমার জন‌্য হে প্রিয়
সবই তোমার জন‌্য!
তু‌মি থা‌কো আমার বু‌কে
উপ‌ভোগ কর বিস্তির্ন সীমাহীন সাগর
আর গহীন সবু‌জের সমা‌রোহ।
সবই তোমারই জন্যে।
কটকা নদী, সুন্দরবন, ২৯ ডি‌সেম্বর ২০২৩ খ্রিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here